
রবিবার ০৪ মে ২০২৫
রিনা ভট্টাচার্য, লন্ডন: বৃহস্পতিবার বিকাল পাঁচটায় কেলগ কলেজের হলে নিজের কথা বলবেন বাংলার মুখ্যমন্ত্রী। এই এক বক্তৃতা ঘিরে তাঁর রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি চর্চা কিছু কম করেনি। কিন্তু তার প্রভাব যে একেবারেই পড়ল না সাত সমুদ্র তেরো নদীর পারে, তা বলাই বাহুল্য। আসলে তা বলছে হিসেব, তথ্য।
মমতা ব্যানার্জির বক্তৃতা শোনার জন্য হলে প্রবেশ অবাধ। কিন্তু আগে থেকে আসন সংরক্ষণ করতে হয়েছে। বুধবার অর্থাৎ বক্তৃতার আগের দিনেই আঁচ পাওয়া গেল জলঘোলা আর চর্চার বদলে তাঁর কথা শোনার জন্য উন্মাদনা ঠিক কতটা। এদিনের পাওয়া খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীর ভাষণ শোনার জন্য ইতিমধ্যেই হলে সব আসন সংরক্ষণ করা হয়ে গিয়েছে। যাঁরা আসন সংরক্ষণ করতে পারেননি, তাঁদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আরও দু'টি হল। সেখানে রয়েছে বিশেষ ব্যবস্থা। অর্থাৎ ওই দুই হলে যাঁরা থাকবেন, বিশাল টিভি স্ক্রিনে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখতে পাবেন তাঁরা, শুনতে পারবেন তাঁর কথা। স্বাভাবিকভাবেই, সেই দু'টি হলেও ভিড় করবেন বহু মানুষ।
বৃহস্পতিবার দুপুর বারোটায় মুখ্যমন্ত্রীর বাস লন্ডন থেকে অক্সফোর্ডের কেলগ কলেজের উদ্দেশে রওনা দেবে। বাসে মুখ্যমন্ত্রীর সঙ্গেই থাকবেন তাঁর এই সফরের সঙ্গীরা। মুখ্যমন্ত্রীর প্রধান সচিব গৌতম সান্যাল, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ , শিল্প সচিব বন্দনা যাদব থাকবেন তাঁর সঙ্গে, থাকবেন শিল্পপতি সত্যম রায়চৌধুরি, তরুণ ঝুনঝুনোয়ালা, হর্ষ নেওটিয়া, সঞ্জয় বুধিয়া , রুদ্র চ্যাটার্জি, মেহুল মোহাঙ্ক প্রমুখ। সৌরভ গাঙ্গুলি সরাসরি পৌঁছে যাবেন সেখানেই।
আগেই জানা গিয়েছিল বিদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মূলত সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখবেন। ২০১১ সালে ক্ষমতায় আসার পরে তিনি শিশুকন্যা ও নারীদের জীবনের মানোন্নয়ন ও ক্ষমতায়নের ওপরে জোর দিয়েছিলেন। এই বিষয়ে তাঁর অভিজ্ঞতার কথা বলবেন। মমতা-জমানায় রাজ্যে একগুচ্ছ প্রকল্পের সূচনা হয়েছে, কন্যাশ্রী প্রশংসা কুড়িয়েছে বিশ্বের। কন্যাশ্রী, সবুজ সাথী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলি সমাজের সব স্তরের মানুষদের নানা ভাবে আর্থিক সহায়তা প্রদান করে চলেছে। অক্সফোর্ড মুখ্যমন্ত্রীর কাছে সেই উন্নয়নের কথাই শুনতে চায়।
উল্লেখ্য, পূর্ণ ও আংশিক সময়ের ছাত্রছাত্রীর নিরিখে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় কলেজ হল কেলগ। সেখানে ভারতীয় তথা বাঙালি ছাত্রছাত্রীর সংখ্যাও কম নয়। তাঁরাও আগামিকাল মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে ভিড় জমাবেন।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা
বিড়ালের মত চেহারা তো হলই না বরং জলে গেল ৬ লক্ষ টাকা, জানেন কী হয়েছিল অস্ট্রেলিয় তরুণী সঙ্গে?
খাবার খেতে গিয়েছিলেন, রেস্তরাঁয় আগুন লেগে ঝলসে গেলেন ২২ জন
পাকিস্তানের মাথায় হাত, বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম
চারতলা বাড়ি রয়েছে, তবু চার বছর গাড়িতেই রাত কাটাচ্ছেন যুবক, কারণ জানলে চমকে যাবেন
ক্যাব চালানোর সময় তেড়ে তর্ক করেন জেন-জেড চালকরা! সমীক্ষায় যা তথ্য উঠে এল